এক নজরে কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ
ভূমিকাঃ গারো পাহাড়ের পাদ দেশে সুমেশ্বরী নদীর তীরে দুর্গাপুর উপজেলার সাদা মাটি বেষ্ঠিত ঐতিহ্যবাহী কুল্লাগড়া ইউনিয়ন। ছোট ছোট পাহাড়ে বেষ্ঠিত ইউনিয়ন -শিক্ষা, সংস্কৃতি, ধমীয় অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন অসম্প্রদায়িক মনোভাব ভাতৃত্ববোধ সকল ধর্মের মানুষ এক সঙ্গে মিলে মিশে যার বসবাস, যা কালের স্বাক্ষী হয়ে মাথা উচু করে দারিয়ে আছে তার নাম কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ।
ক) নামঃ ১নংকুল্লাগড়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তনঃ ৭.০০ (বর্গ কিঃ মিঃ)।
গ) লোক সংখ্যাঃ ২২৫৩৭ জন (প্রায়)(২০১১সালের আদমশুরি অনুযায়ী)।
ঘ) গ্রামের সংখ্যাঃ ১৯টি।
ঙ) মৌজার সংখ্যাঃ ১৭টি।
চ) হাট/বাজার সংখ্যাঃ ৩টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম-রিক্সা/নৌকা/মটর সাইকেল।
জ) শিক্ষার হারঃ ৩৯.০৫%।(২০১১ এর শিক্ষা জরিপ অনুযায়ী)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ৮টি।
বে-সরকারি রেজিঃ প্রাঃ বিদ্যালয়ঃ ৪টি।
উচ্চ বিদ্যালয়ঃ ১টি।
মাদ্রাসাঃ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান মি. সুব্রত সাংমা।
ঞ) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানঃ ২টি।
ট) ঐতিহাসিক/পর্যতন কেন্দ্রঃ বিজয়পুর পর্যটন স্থান।
ঠ) ইউপি ভবন কালঃ ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণঃ
১) শপথ গ্রহণের তারিখঃ ০৭-০৮-২০১১ইং।
২) প্রথম সভার তারিখঃ ০৮-০৮-২০১১ইং।
৩) মেয়াদ উর্ত্তীনের তারিখঃ ০৭-০৮-২০১৫ইং।
ঢ) মৌজা সমূহের নামঃ
আমড়াতলা |
গারাউন্দা |
নলজোড়া |
আড়াপাড়া |
কাকড়াকান্দা |
নিশ্চিমত্মপুর |
বহেড়াতলী |
কনিকা |
পাচঁকাহনিয়া |
বন্দকাটুয়ারী |
লোহচুড়া |
|
ভেন্নাকান্দা |
মাধবপুর |
|
বড়ইকান্দি |
মাইজপাড়া |
|
বিজয়পুর |
নালিয়াকান্দা |
ণ)ইউনিয়ন পরিষদ জনবলঃ
১) চেয়ারম্যানঃ ০১জন।
২) নির্বাচিত পরিষদ সদস্যঃ ১ জন।
৩) ইউনিয়ন পরিষদ সচিবঃ ০১ জন।
৪) ইউডিসি উদ্যোক্তাঃ ০২জন
৫) ইউনিয়ন গ্রাম পুলিশঃ ০৮ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস